১) মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০খ্রি. (১৪ অক্টোবর হতে ০৪ নভেম্বর) বাস্তবায়ন:
মোবাইল কোর্ট | অভিযান সংখ্য | আটককৃত মাছ | আটককৃত জাল | মামলার সংখ্যা | জরিমানা (লক্ষ টাকা) | জেল (জন) | নিলামকৃত আয় (লক্ষ টাকা) | |||
ইলিশ (মে.টন) | অন্যান্য মাছ ( | কারেন্ট জাল (লক্ষ মি.) | অন্যান্য জাল (টি) | মূল্য (লক্ষ টাকা) | ||||||
০৩ | ১৮ | ০০ | ০.৩০ | ৩ | ১১৪ | ৩৬.৯০ | ০৭ | ০.১৭ | ০ | ০ |
২) মাছ চাষী ও জেলেদের প্রশিক্ষণ:
ক) ১৫.১১ ২০২০খ্রি. তারিখ সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম এ ২০ জন মাছ চাষী, উদ্যোক্তাকে "গুলসা, পাবদা, টেংড়া, মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ" বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাছেম বিল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার, পেকুয়া, কক্সবাজার। প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ আনোয়ারুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, পেকুয়া, কক্সবাজার।
খ) ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পেকুয়া উপজেলার ২০ জন মৎস্যজীবিকে "দায়িত্বশীল মৎস্য আহরণ (CCRF) এবং IUU Fishing বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। স্থানঃ মগনমা লঞ্চ ঘাট, পেকুয়া, কক্সবাজার। তারিখ: ১২.১১.২০২০ খ্রি.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস